বোধকরি, উদ্বাস্তু বুক! শীতল শীতল দুঃখ - একলা একলা বিরান ভুমি, প্রান্তর উন্মুক্ত তোমার অপেক্ষায় ।
যদি মাথা রাখো, ছাড়ো দ্রুত দ্রুত শ্বাস, উষ্ণ উষ্ণ ছোঁয়ায়, হবে সতেজ, রঙিন শস্য ক্ষেত্র - ভালোবাসায় ।


জড়িয়ে যাওয়া দীঘল চুলে 'হাত চিরুনী' লুকাবে হেথায় সেথায় বিলি কেটে, যুগলে যুগল চোখ অপলক ।
ঠোটে আঙুল খাবে! সময় জ্ঞানহীন, শিশির বিন্দু ঘাসের লেপটে পরা দেহে চমকাবে ঝলক ।


কর্ম চঞ্চল - হতে চায় সর্ব অঞ্চল! সুযোগ কোথায়- থাকবার নির্লিপ্ততার!
আসলে কিছুই নেই বলার - দোষটা আজকের আবহাওয়ার!


যদিও এই সময় গণতন্ত্রের, তবুও ভাবতে হয় - কল্পিত সুখ, হৃদয়ে জমা থাকে ধুকধুক!
বোধকরি, উদ্বাস্তু বুক!খানিকটা মেনে নিয়েই-বোধকরি, উদ্বাস্তু বুক!