যখন চলে 'দু-মুঠো ভাত' সন্ধানের জীবন-মরন যুদ্ধ,
তখন প্রেমের কবিতা নিপাত যায়, অনিচ্ছায় হয় বাকরুদ্ধ।
তখন রাত-দিন একাকার হয়!
সূর্যের সোনালীআভা আবেগ জাগায় না-
অথবা রাতের চাঁদের জোছনা দেয়না স্নিগ্ধ ছোঁয়া!
ক্ষুধার যন্ত্রনার করুন রাগিনীময়- পৃথিবীর সমস্ত সময়!


মজলুমের জীবনে আবার প্রেম? প্রেমের কবিতা-নিছক সময় অপচয়!
তার চেয়ে বরং উত্তম কবিতাঃ
রাজপথে ধ্বস্তাধস্তি করে জারী করা সমতার সমন, অধিকার আদায়ের যুদ্ধ যুদ্ধ খেলা!
তার চেয়ে বরং উত্তম কবিতাঃ
দুর্দশার জীবনে চক্রময় কক্ষপথের চারপাশের শোষকের, ক্ষুদার রুঢ় প্ররিভ্রমন অক্ষ ভেঙে ফেলা।