এসেছে বসন্ত সাজিছে ধরণী
ফুলে ফুলে মোর সাজিছে সজনী
বেঁধেছে খোঁপা দিয়েছে ফুল
হৃদয় তার প্রেমেতে আকুল ।
বনে বনে আজি গাহিছে পাপিয়া
বহিছে বাতাস থমকে থমকিয়া
এলোমেলো প্রিয়ার উড়িছে আঁচল
কিভাবে যে তারে নিবো বরিয়া ।
ভ্রমর আজি করিছে গুঞ্জণ
সঁপিছে প্রিয়া দেহ মন-প্রাণ
বসন্ত তাই দোলা দিল মনে
উজাড় করিব সব প্রিয়ার সনে ।
দুজনে আজ গভীর মিতালী
সুরে সুরে গাইবো দু-জনে গীতালী
নাহিকো আজি কোন মান-অভিমান
নাহিকো কোন বিরহের তান ।
মিলিব আজি প্রেম অভিসারে
প্রিয়ার সনে বসন্ত বাহারে ।