বসন্ত এসেছে- কে বলেছে?
ফুল?
       সে তো সব ঋতুতেই ফোটে-
       কোন না কোন গুলবাগে।
পাখি?
      সে তো সব ঋতুতেই গায়-
      কোন না কোন সুরে, রাগে।
এসবের কিছুই বসন্ত আনে না- এ মনে!


তুমি না-সাজলে, না-ভালোবাসলে, না-থাকলে পাশে
                                    বসন্ত কি করে আসে?
যদি বলো,
            "ফুটবে তুমি রক্তরাঙা ফুলের মতন,
             গাইবে গান বিদ্রোহী পাখির মতন,
             বাসবে ভালো যখন তখন।"
             তবেই বসন্ত!
                
বসন্তঃ অধিকার আদায়ে-
আমার দ্রোহের গান, কন্ঠে ফোটা রুদ্র পলাশ!