বসন্ত-ভালোবাসা মিলেছে আজ এক মোহনায়!
ভালোবাসার স্রোতে, বসন্ত বিলাসে,
তোরই ভাঁজে ভাঁজে- ভেসে যেতে মন চায় ।
             ভেসে যেতে মন চায়-
মিলনের মোহনায়, ঢেউয়ে ঢেউয়ে নেঁচে নেঁচে
             যতোদূর যাওয়া যায়...
ভালোবাসার বসন্ত- এবারে বৈশ্বিক হবে!
তামাম পৃথিবীর বুকে বুকে প্রণয় লীলা রবে
আমার সঙ্গতে বাজবে সুর একান্ত ভালোবাসায়-
            ভেসে যেতে মন চায়!
            যতোদূর যাওয়া যায়...
কাছে আয়, সংশয় ভেঙে সখি- কাছে আয়....
বসন্ত-ভালোবাসা মিলেছে আজ এক মোহনায়!
-----------------
উৎসর্গঃ কফিল ও লিজা দম্পতিকে ।