বিকেল থেকেই আনন্দে নাঁচে একটি কর্মজীবী ভ্রমর!
প্রিয় ফুলটি তার- থাকে গ্রামে। ভাবে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে-
পৌঁছেই দিবে চকলেটে কামড়!
          ফুলটি সপ্তাহ জুড়ে একটু একটু করে ফোটে,
          মনে খেলা করে- লজ্জা আর অভিমান!
          ফিসফিস করে কথা কয়,
          "আও কালাচাঁন, আও। তয়, দিমু না মুই-
          এইবার আর লাল খিলিপান!"
অথচ, কী আশ্চর্য কেরামতি বৃহস্পতিবার রাতের-
শেষমেশ বৃষ্টিই নামে!