কৌশলে, শ্রমিকের মাথার সাথে পা লাগিয়ে-
চাকা তৈরি করে আধুনিক কর্মকার!
সভ্যতা এগিয়ে চলেছে সামনে...
হিসাব, ভ্রান্তি লুকানো চমৎকার!
ধারণা করি, এই চাকা আবিষ্কারের পূর্বেই-
সংখ্যাগরিষ্ঠ মানুষ ভালো ছিল।
এখন তারা ভালো না-থাকা মানুষের দলে!
শান্তিকে যদি সূচক ধরো,
সভ্যতা এগিয়েছে কতোটুকু?
চাকার সংখ্যা বেড়েছে মাত্র।
নিরানব্বই শতাংশ মানুষই চাকা।
আর চাকার প্রতিটি বিন্দুই পিষ্ট হয়!