একুশের লেখচিত্রঃ
বাঙালির ভাষাপ্রেম ফেব্রুয়ারির এক তারিখে শুরু হয়,
একুশ তারিখে সর্বোচ্চ উচ্চতায় যায় ।
এরপর কমতে থাকে তার হার-
ফেব্রুয়ারি শেষ, ভাষাপ্রেম শেষ, লেখচিত্র চমৎকার!


স্বাধীনতার লেখচিত্রঃ
এ চিত্রেরও একই রূপ-
এক তারিখে শুরু, ছাব্বিশ তারিখে সর্বোচ্চ ।
তারপরে স্বাধীনতার চেতনায় ভাটা পরে-
মার্চ পেরোলে থাকে না আর প্রীতির উচ্চবাচ্য!


বৈশাখী লেখচিত্রঃ
অদ্ভুত আমরা-
তিনটি নববর্ষই করি পালন ।
পহেলা বৈশাখে ষোলা আনা বাঙালি-
এর আগে এবং পরে যেমন ছিলাম তেমন!


বিজয়ের লেখচিত্রঃ
এক ডিসেম্বরে শুরু হয় দেশের গল্প কবিতা গান-
ষোলই ডিসেম্বরে তার অনুনাদ সর্বোচ্চ তান ।
এর পরে নিম্নমূখী, থার্টি ফার্স্ট নাইটে হয় অবসান!


বলো, তুমি বলো-
এসব লেখচিত্র কেন হয় এমন?
ধারাবাহিক হও, হুজুগ বাদ দাও,
চারটি লেখচিত্রেরই করো জ্যামিতিক উর্ধ্বমূখী সম্প্রসারণ ।।