জন্মসূত্রে পাওয়া দু'চোখে চিরন্তন দু'খন্ড মেঘ-
জীবনজুড়ে ঘুরে ঘুরে নেঁচে বেড়ায়।
দুঃখরা যখন মুখরিত হয়ে ওঠে-
পাহাড়ীনাক, দুপাশে যার উপত্যকা, সেখানে বৃষ্টি নামে,
অথৈ সাগরের লোনাজলের মতো! কী দুঃসহ!
তৃষ্ণার্ত মন- সে জলে চুমুক দিতে পারে না!
তবুও সম্ভব নয়, মেঘেদের থেকে দূরে থাকা-
যদিও মাঝেমধ্যে সুখ সুখ অনুভূতি হয়,
যখন দুঃখরা কিছুটা সুপ্ত থাকে, বৃষ্টি বিরাম নেয় খানিক!
এভাবে, মূলত দুঃখদের চুমু খেয়ে খেয়ে-
বৃষ্টির শেষ স্রোত পর্যন্ত চলে অপেক্ষা দু'চোখের।
সীমানাহীন জলে ডুব দেয় জীবন, একদিন!