চাঁদকে 'চিতই পিঠা' বানিয়ে আজ,
খেজুর রস খেতে চাইছে মন!
যদি রাজি থাকো সই,
করো আয়োজন!
ময়ূরাক্ষী মেলে, সই হেসে বলে-
"বাগানে কতো ভ্রমর, কতো গান গায়!
সব সখি ওঠে না- সুজনের নায়!"
মন খারাপের সময় আমার,
জোছনায় ভেসে আসে।
হলুদ পাঞ্জাবীর পকেটে রেখে হাত,
চাঁদের সাথে সাথে হই ক্ষয়।
ঘুমিয়ে পড়ি...
অমাবস্যার কোলে!
অমিল টোনাটুনি'র গল্পে,
চিতই পিঠার উপলক্ষ- অপূর্ণই থেকে যায়!