বাতাসে ভাসিয়ে দাও- তোমার অভিমান সকল।
চৈত্র দহনকালে-
বাষ্প হয়ে উড়ে যাক চোখের জল।
তারপর, হাসো! হাসো, একেলা প্রেমে।
একাকিত্ব উপভোগ করো- ভীষণ ভালোবেসে!
তৃপ্ত আত্মার জোড়ে, চৈত্রযাপন শেষে-
তুমিও বলতে পারবে,
"বেশ ভালো আছি, এই একা আমি!"
বাতাসে ভাসিয়ে দাও- তোমার অভিমান সকল।।
-------
কবিতাটি দৈনিক আলোকিত বাংলাদেশ এ প্রকাশিত।