তুমি, কী আশ্চর্য এক ছুমন্তর!
স্পর্শে, ঝরনা হয়ে গেল- আমার পাথরচাপা অন্তর!
কোন প্রত্নবিদ জানতো না এতোদিন,
আমিও ছিলাম বেখবর!
তুমি এলে, বিষাদের মেঘ কেটে-
টলটলে জলে ডুবে গেল নীল আকাশ!
এ জল এখন বাঁধা জানে না, মোহনায় মিশে যায়।
তুমি, নির্বিঘ্নে পান করো-
প্রবাহিত প্রেমের শরাব!
শান্ত সময়কে উত্তাল করে, আমি হই পরিব্রাজক।
ভৌগলিক পৃথিবীতে দেখবো-
যুগল পাহাড়, মাঝের উপত্যকা।
দেখবো, অগভীর কূপ।
মাটির ভাঁজে লুকানো সমুদ্র!
দ্রুত দ্রুত শ্বাস প্রশ্বাসে, যৌথকাল যাপন শেষে-
পৃথিবীতে ফুটবে পরবর্তী ফুল!