করোনাভাইরাস: প্রতিকারের কোন উপায় নেই জানা!
আক্রমণ প্রতিরোধে তাই- আতংক নয়, চাই সচেতনতা।


হলে কারো- জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট,
তাৎক্ষণিক চিকিৎসা নিতে হবে, কথা স্পষ্ট।


হাঁচি-কাশি দেবার পরে হাত ধোয়া উচিৎ ভীষণ,
চলার পথে সদা 'মাস্ক' পরা সবার প্রয়োজন।


হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করা যাবে না হুটহাট,
করোনা প্রতিরোধে, পরিস্কার-পরিছন্নতার ভুমিকাই বিরাট।


সচেতনা বাড়ুক সবার- থাকুক সবাই সুস্থ্য দেহ মনে,
করোনা সংক্রমণ থেকে- মুক্ত হোক মানবজাতি দ্রুতক্ষণে।


---------------
ইংরেজি অনুবাদ
--------------


Coronavirus prevention: Awareness Verse


Coronavirus: There is no known way how does it to cure!
So, to prevent attacks - no panic, awareness is needed sure.


If someone has a fever, cold, cough, breathe shortness,
Urgent treatment should be taken immediately after testing trace.


Washing hands after sneezing and coughing should be seriously done,
On the ways, to wear a mask must be needed for everyone.


Shouldn’t touch your nose or mouth with your hands frequently,
For prevention of corona, the role of cleanliness is huge directly.


Let Increase awareness everyone to ensure healthy body,
Wishing human beings will get rid of corona infection very quickly.