বলো তোমরা, শ্রমিকেরা আর কতো খাবে মার?
দু'বেলা দু'মুঠো ভাতের জন্য-
সইবে তারা কতো অমানবিক অত্যাচার?
কলের চাকা সেতো দেখি থাকেনা থেমে,
শ্রমিকের কষ্ট ঝরা ঘামে চলে কারবার
তবে কেন তাদের ভাগ্যের চাকা থেমে যায় বারবার?
দিবা-নিশি তারা যদিও করে কাজ
মালিকেরা হয় আঙ্গুল ফুলে কলা গাছ
তবু তাদের বেতন নিয়ে কেন চলে ছিনিমিনি?
অধিকারের দাবী তুললেই
কেন আসে চলে টিয়ার গ্যাস, জল কামান,
সাঁজোয়া যানে পেটোয়া বাহিনী?
বলি, এসব দাও বাদ।
দাও শ্রমিকের নায্য অধিকার,
শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে-
করো পরিশোধ বেতন-ভাতা তার।
দাস প্রথা যাও ভুলে,
রক্ত চোষা জোঁকের চরিত্র করো পরিহার!
মালিক-শ্রমিক সুসম্পর্ক গড়ে-
এগিয়ে নাও অর্থনীতি এই বাংলার।