মার্চ থেকে ডিসেম্বর, একাত্তর।
সবুজ চত্বরে চত্বরে লাল রক্তের দাগ-
কোনটি দীর্ঘ ঘুমের, কোনটি তাজা!
সেসব রক্তবীজ জেগে ওঠে-
ষোল তারিখে, লাল-সবুজ পতাকা হয়ে।
শহীদদের আত্মারা দুঃখ ভুলে,
চোখ মেলে তাকায় আকাশে-
মাথা উঁচু করে। উল্লসিত।
মুক্তিযোদ্ধা ও জনতার সাথে,
অদৃশ্যতই, শামিল হয় বিজয় মিছিলে।


অবাক বিশ্ব দেখে-
বাঙালির বীরত্ব। পতাকা। দেশ।


আজ, আমরা, অনুজেরা, আলো জ্বালাই,
এগিয়ে চলি, ফের গান গাই-
ডিসেম্বরের।
--------
কবিতাটি দৈনিক ভোরের কাগজ এ প্রকাশিত।