রাত দুপুর। বৃষ্টি নুপুর টাপুর টুপুর। আকাশে মেঘের বাঁধ।
তবুও ইচ্ছে হলো, দেখবো, পূর্ণ চাঁদ।
লালনিয়া, বোঝে চোখের ভাষা। বলে,
চল, নদীর বাঁকে। দেখবি, কী সুন্দর চাঁদ ওঠে জলে!
তারপর, যখন জোছনায় ডুবে গেলাম,
বৃষ্টিতে ভিজে গেলাম,
তখন, ভেসে আসে একতারার মিহি সুর-
ডুবে দ্যাখ দেখি মন...