বাংলা সাহিত্যেও 'দুই লাইনের কবিতা' জনপ্রিয়তা পাচ্ছে বেশ। অনেক কবিই এটি সার্থকভাবে উপস্থাপন করছেন। ইংরেজি কবিতার couplet এর মতো বাংলা কবিতায় এই ছন্দের প্রবেশ। এ নিয়ে আমার ব্যক্তিগত একটি প্রস্তাবনা রয়েছে। এ ধরনের ছন্দে লেখা কবিতাকে 'দুই লাইনের কবিতা' বা 'দ্বিপদী' অথবা 'কাপলেট' বলা- একটু 'কম শ্রুতিমধুর ও কম নান্দনিক' মনে হয় আমার কাছে! বরং অন্যান্য ছন্দসমূহের নামের সাথে সামঞ্জস্য রেখে এটিকে যদি 'যুগলবৃত্ত' বলা হয়, তবে কেমন হয়? অর্থাৎ প্রস্তাবনাটি হলো- বাংলা কবিতায় couplet নাম হোক 'যুগলবৃত্ত'।