দিনের বেলায় সাধু তুমি-
বাকি সবাইকে বকো চোর!
অপেক্ষায় থাকো মুখোশ পরে-
কখন আঁধার হবে ঘোর!


দিনের বেলায় বিচার করো-
কে, কি করেছে চুরি?
রাতের বেলায় গলা ধরে-
তার সাথেই ঘোরাঘুরি!


রাতকে যারা দিন করো-
দিনকে করো রাত,
জেনে রেখো, চলেছো বয়ে-
ভয়ঙ্কর দ্বিমুখী করাত!


এই করাতের ধর্ম এমন-
যেমন 'বিষধর সাপ',
একদিন ঠিকই ছোবল মারে-
চেনে না 'আপন বাপ'!