ঈদের মানে বদলে দেয়া দুঃসময় চলছে পৃথিবীর বুকে!


স্বশরীর বন্ধ ঘরে, নেই প্রিয়জনের সাক্ষাত,
কেনাকাটার ধুম নেই, নেই কোন উচ্ছ্বাস। মন্দ বরাত!
এমন দুঃখক্রান্ত ঈদ দেখিনি এ জীবনে আগে-
সব সুখ যেন খেয়ে ফেলেছে এক 'করোনা' বাঘে!


বিচ্ছিন্নতার ঈদ এবার। মন পাখি আমার-
শুধু গায় করুণ সুরে দীর্ঘদুঃখের গান!
খুশি নেই, হাসি নেই। বিমর্ষ মনমুকুরে-
নেই কোনো আনন্দের কলতান!


প্রার্থনা করি এমন ঘরবন্দি ঈদের কালে-
সুখের তিলক ফুটুক ফের সব মানুষের ভালে।
ঈদের মানে বদলে দেয়া দুঃসময় কেটে যাক,
হারিয়ে যাওয়া আনন্দ আবার সবাই ফিরে পাক!