সূর্যোদয়ের আগে
যে আকাশ হয় লাল
সূর্যাস্তের আগেও
সে আকাশ হয় লাল ।
তবে –
দুই লাল এক নয়
একটির পরে আসে আলো
অন্যটি ডেকে আনে আঁধারের কাল !
তাই যারা বলেন –
সব মানুষের রক্তের রঙ লাল
নিলাম মেনে সে একই রূপ ।
তবে বলিরে ভাই
ভালো মানুষ আর খারাপ মানুষ
আকাশ-পাতাল পার্থক্য স্বরূপ !