একদিন মেঘসন্ধ্যায়, কৃষ্ণকলি, আমায় ডাকে ইশারায়,
বলে ফিসফিস, চলো মাতি প্রেমে-
ভাঙা-গড়ার খেলায়, দুই পাহাড়ের চুড়ায়।
আমি না-করতে পারি না!
উড়ি, ভাসি। চুমু খেয়ে গলে যাই,
বক্ষ-উপত্যকা বেয়ে-
ছুটে চলি ত্রিমোহনায়।
ত্রিবেণীর যাত্রাপথেই- ফুটে ওঠে সভ্যতাফুল আমাদের।