একটা নজরুল চাই ভাই
বিদ্রোহী নজরুল,
সমাজ, রাষ্ট্র, বিশ্ব যে আজ
ভয়ংকর সব সমস্যা সংকুল!
গাইবে সে সাম্যের গান-
বীর যৌবনে জাগাবে কম্পন,
শোষক নিপীড়ক করে বিদায়
বাজাবে ঢংকা, ওড়াবে জয় তোরণ।
ছড়াবে আলো আদিত্য সম-
তাড়াবে অন্ধকার কাল,
বঞ্চিত মানবতার নেতা হয়ে-
জ্বালাবে দ্রোহের দ্বীপ্ত মশাল।
বিষের বাঁশিতে তোলবে সুর-
বিশ্বসভার মহারণ মাঝ,
জাগাবে স্বপ্ন সব মানসপটে-
সৃষ্টি সুখের শান্তির সমাজ।