কেটে গেছে ক্রান্তিকাল কৃষ্ণাণীর। জমেছে পৌষপার্বন।
ভালোবাসার উঠোনে, যৌবনা দু' চুলোর বুকে-
ফুটেছে ভাপা পিঠার ফুল। মৌঘ্রাণে মাতাল চারপাশ।
ভ্রমর ছুটে আসে আসে...


দূরে, বারান্দায়, আমি কৃষক। স্বপ্নে বিভোর।
জমি চাষ। নতুন ফসল। সমৃদ্ধ প্রজন্ম-
এসব ভাবনায় উত্তাল ভাবনগর!
সোনালী আলোয়, দেখি, চাঁদ হয়ে ভাসে কৃষ্ণাণীর মুখ।
হাসি ঝরে মিটিমিটি। চোখ ডাকে কাছে কাছে...


একটু উষ্ণতার জন্যে-
ভ্রমর হয়ে সহিত থাকি কৃষ্ণাণীফুলে!