ফুড়ুৎ ফুড়ুৎ ফড়িং ওড়ে
রাজনৈতিক ময়দানে,
আদর্শ ভেসে যায়-
স্বার্থ স্রোতের কলতানে!
মিষ্টি মধুর কথা বলে
একবার বসে এই ডালে,
না-মিললে ব্যক্তি স্বার্থ
উড়াল দেয় ঐ ডালে!
ডালে ডালে ছলে চলে
নিত্য নতুন বাসাতলে,
আদর্শ চুলোয় যাক
যাক না সব রসাতলে!
ফড়িং নেতার রূপ ধরে
ফুড়ুৎ ফুড়ুৎ ডাল বদল,
চলছে ভীষণ সবখানে
জনতা শুধু খায় ধকল!
অভাগা জনতা জনম ভরে
চেয়ে থাকে কার পানে,
সময় কাটে বৃথা তাদের
আদর্শিক নেতার সন্ধানে!