বিরহ বাসরে, অন্যায় আসরে-
প্রিয়জন করে বন্দি,
বদলে ফেলে প্রজাপতিটা ফের-
ফুল করে ভুলসন্ধি!
বোঝেনা এসব, ফুল বোঝেনা-
বিরহের কি যে বেদনা ।।
কাঁদিয়ে এক মন, অন্য মনে-
সুখ যে পাওয়া যায়না ।।


বিরহ বানে চোখে জল আনে-
প্রেমিক করে হাহাকার,
কতো ফুলে নিয়ত এই ভুলে-
মনে বানায় কারাগার!
বোঝেনা এসব, ফুল বোঝেনা-
বিরহের কি যে বেদনা ।।
কাঁদিয়ে এক মন, অন্য মনে-
সুখ যে পাওয়া যায়না ।।


এক মন ভেঙে অন্য মনে-
প্রেমের মন্দির হয়না,
পরসন্ধির প্রজাপতিরা-
সত্যের কথন কয়না!
বোঝেনা এসব, ফুল বোঝেনা-
বিরহের কি যে বেদনা ।।
কাঁদিয়ে এক মন, অন্য মনে-
সুখ যে পাওয়া যায়না ।।