ফুলঝুরি পাখি আমি- এই শহরে, খুজি গ্রামীণ বনফুল রস!
না, না- রস নয়, সস নয়, মেলে শুধু অখাদ্য কস!
ফুলে ভেজাল,
            ফলে ভেজাল,
                      খাদ্যে ভেজাল,
                               বাদ্যে ভেজাল !
চলায় ভেজাল,
             বলায় ভেজাল,
                          ধনে ভেজাল,
                                   মনে ভেজাল !


ভেজালে ভেজালে, নকলে- নিয়ত হই বশ্ ।
      ফুলঝুরি পাখি আমি- এই শহরে, খুজি গ্রামীণ বনফুল রস!
এ কি তবে ব্যর্থ চাওয়া, ব্যর্থ প্রয়াস-
     বিলুপ্তপ্রায় সুস্থ জনম! বুঝি, এ শহরের দেহখানি এতদিনে অবশ!!