ছুটির দিনের অবসরে এক সন্ধ্যেবেলায়-
আমি আর আমার বন্ধু মিলে গিয়েছিলাম "চিত্র প্রদর্শনী" মেলায় ।
গ্যালারি জুড়ে বাহারি চিত্রকলা টাঙানো ছিলো নানা শিল্পীর আঁকা- বেশ !
দর্শকেরা দেখে দেখে মন্তব্য করেছিলো যার যার মত ফুটিয়ে আপন চিন্তার রেশ !
কারও মতে- কারও কারও অমত ছিলো !
ছিলো কিছু কিছু মতৈক্য ।
চিত্র প্রদর্শনী মেলায় গিয়ে বুঝেছি-
একটি চিত্রের বর্ণনা-বিশ্লেষণঃ হতে পারে কতো রকম চিন্তার ভাবে !
বন্ধুকে বলেছি-
এটিই গণতান্ত্রিক সৌন্দর্য্য ।
সমস্যা দেখি নাতো!  তোর-আমার মতের মিল কিংবা অমিল থাকুক, থাকুক- তবে সহিষ্ণু স্বভাবে ।
এই পৃথিবী যতদিন আছে ততদিন, সারা বিশ্বের সবার সামনে প্রদর্শনীর জন্য-
একাত্তরে আঁকা আমাদেরও একটি "লাল-সবুজ" চিত্রকলা আছে,
মুক্তমতের কলরবে হোক এই দেশগ্যালারি ধন্য ।