গন্তব্য আমার প্রেমের পথে... তোমার কাছে, তোমারমূখী ।।
অথচ, মাঝে মাঝেই কুয়াশার নেকাব দৃষ্টিসীমা কমিয়ে দেয়!
শিশিরে পিচ্ছিল করে পথ, 'হেড লাইট' আলোক যথেষ্টতা হারায় ।
প্রেমের পথের সাথে সংযুক্ত হয় বিরহ পথ, সে মোড়ে- দিশাহীন হই!
বোধিকা সঙ্গত করে না ঠিকঠাক, চৈতণ্য চয়নিকা স্তিমিত স্বরূপ,
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে প্রায়! আমি হই- এক উদ্ভ্রান্ত বাউল ।
এমতাবস্থায়,জীবনে চলার পথে আমার 'সূর্যজ্ঞান সম্বনিতা'- তুমি!
কুয়াশার নেকাব সরাও,পথচলা উপযুক্ত করো, আলো দাও, হে সারথি-
গন্তব্য আমার প্রেমের পথে... তোমার কাছে, তোমারমূখী ।