হাওয়া ছাড়া আদম বাঁচে না!
না, না, হাওয়া ছাড়া আদম বাঁচে না।


একা আদম দুঃখে ভাসে,
বিরহ আগুনে পোড়ে,
হাওয়া প্রেমের দেখা বিনা-
ধরা সাজে না।।


বিচ্ছেদে দুঃখ বারবার,
আঁধার ভরা জগত সংসার,
ভালোবাসার সাধনা ছাড়া
সুখ মেলে না।।


আদম-হাওয়া সুখের মিলন
ভালোবাসায় শুরু জীবন,
মানব, জগত বুঝলো সবাই-
প্রেম ছাড়া জীবন চলে না।।
-------
এটি মূলত গানের কবিতা।