শুভ্র সকালে- শিশিরস্নাত স্নিগ্ধ প্রাতে,
সমস্ত সজীবতায়,
অথবা মেঘ-সুর্যের খেলায় আলো-ছায়ার বেলায়,
রঙে রাঙাতে,
কিংবা পড়ন্ত বিকেলে কাশফুলের দোল খাবার কালে,  
কোমল স্পর্শে,
হে শরৎ তুমি এসো- আমার মনমঞ্জিলে।


গোধুলীরাঙা সন্ধ্যায়- পাখির মতো আপনকুঞ্জ খোজার আবেগে,
শান্তির নিবাসে,
অথবা জোসনার সাদা-মেঘ, চাঁদের খুনসুটির আঁড়ালে-
লুকোচুরি প্রেমে,
কিংবা প্রিয়ার মুখোমুখি বসার আনন্দ আয়োজনে,
মমতার যুগলতায়,
হে শরৎ, তুমি এসো, আমার মায়াকাননে।