কারণ, কৌশলগত!
এই আছে এই নেই- তাদের প্রেম।
তবুও, মিডিয়া পাড়ায়-
গুঞ্জন রাখে ধরে,
সম্পর্কের উষ্ণতা- অনন্য উচ্চতায় এখন!
গ্লোবালাইজেশন বলে একটি কথা আছে না!
মূলত, ইন্ডিভিজুয়ালিস্টিক, কী করে বলে?
ন্যাশনালিজম ফার্স্ট, কী করে বলে?
মানবাধিকার ফেইক মিথ, কী করে বলে?
পাবলিক পলিসির প্রলেপে-
লুকিয়ে রেখে স্বরূপ,
চরিত্র প্রকাশ করে ইমিটেশনে-
চকচকে বৈশ্বিক!
------------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।