আজকের কবিতায়- না হয় একটি গল্প বলি !
ছন্দহীন চরণে না হয় কিছুটা পথ চলি !


মনে সাধ জাগলো - এক কিশোরের স্বাধীন বয়সে একটি বন্দুক কিনবে,
টাকার ব্যবস্থা করতে পরিবারের সবার উপর কর আরোপ করে-
কাউকে ভালোবেসে, কাউকে একটু কর্কষ গলায়-চোখ রাঙিয়ে !


স্বপ্ন দেখালো-
বীজতলার ধান খেতে আসলে দুষ্ট পাখিদের গুলি করে মারবে ।
পাঁকা ধান খেতে আসা বাবুই, চড়ুই তাড়াবে ।
ফল নষ্ট করার দুষ্ট পাখিদের উড়িয়ে দেবে ।
চিল, বাজ পাখিদের উচিৎ শিক্ষা দিয়ে ছাড়বে ।


সবাই খুশি -
হাতে বন্ধুক এলো কিশোরের ।
দেখানো স্বপ্ন মত কিছু কাজ চললো বটে ।
হঠাৎ একদিন বাসার আদরের কবুতরের মৃত্যুদেহ উঠোনের মাঝ !
পরিবারের সবাই অবাক - এ কেমন কাজ ?
কিশোর চালাক ভারি -
মারে উল্টো ঝাড়ি !
ভুল হতেই পারে - এ নিয়ে কেন হবে চেঁচামেচি !
পরিবারের সবাই বলে : হুমমমমম !
রব ওঠে- তাইতো , তাইতো ঝামেলা বাধানোর চেয়ে উত্তম ঘুম !