সেই জন্ম থেকে শুনছি, এখনও শুনছি!
সেই জন্ম থেকে দেখছি, এখনও দেখছি!
ফিলিস্তিনের ভাই-বোনেরা আমার-
ইসরাইলের হানাদার বাহিনীর অত্যাচারে মরেছে, আজও মরছে!
স্বাধীনতার জন্য লড়েছে, আজও লড়ছে!
স্বাধীন ভুখন্ডে নিরাপদ আবাসের জন্য কেঁদেছে, আজও কাঁদছে!
নির্বিঘ্নে প্রার্থণা করার অধিকার চেয়েছে, আজও চাইছে!


দশকের পর দশক, গড়িয়ে শতক অবদি
আর কতকাল চলবে দানবদের বাহাদুরি?


হে নিরব বিশ্ববাসী –
কত দশক আরও দেখতে চাও ফিলিস্তিনের জনগনের আহাজারি?
চোখে ছানি পরে থাকলে মানবতার ডাক্তার  দেখাও!
তারপর, তাকাও!
কিভাবে মেনেছো এসব, মেনে নেবে এসব?
বরং, এবার একটু বলো- ফিলিস্তিন স্বাধীন জনপদ।
বলো, "ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র। ইসরাইল, গুটিয়ে নাও যুদ্ধের সব রসদ।"