যুদ্ধ-যুদ্ধ খেলাঃ মানুষ মরে ফাঁকে!
একজন বলে- তার সাথে ঐশ্বরিক শক্তি আছে!
অন্যজনেরও একইরকম দাবী!
বলো, ধর্ম বোঝাবো কাকে?
ঐ কাশ্মীর, সেই মানবতা-
ঐ ফিলিস্তিন, সেই মানবতা-
যুগযুগ হয় বলীর পাঠা!
হয় মোড়লদের ব্যবসা করার অস্ত্রাঘারের চাবি!
আমরা মদন বিশ্ববাসী-
এক একজনের পিছে নাচি!
ঘোমটা দিয়ে খেমটা নাচি!!
ঘোমটা খুলে লেংটা নাচি!!!
মানবতার বানীসব- কানামাছি! কানামাছি!!
খেজুর গাছ কেটে কেটে, সবাই- রস চেটে খাওয়ার গাছি!!!


জাতিতে-জাতিতে সঙ্গ হলো না আজও-
না পূর্বে, না পশ্চিমে, না মধ্যে!
স্বার্থ চিন্তায়-জাতিসংঘ হলো,
তবে, জাতিতে-জাতিতে সঙ্গ হলো না আজও!