৯৯ এর দল চেয়ে চেয়ে দেখে সুখ।
কখনো দাঁত দিয়ে আঙুল কামড়ে ধরে,
কখনো গালে হাত দিয়ে ভেবে ভেবে মরে,
তবুও অন্তরে গোপন রাখে দুঃখ।


৯৯ এর দল চেয়ে চেয়ে দেখে সুখ।
১ এর দলই উপভোগ করে, নামে-বেনামে!
বিশ্বজুড়ে এই চিত্রটিই গ্যালারিতে প্রদর্শিত হয়।
চিত্রশিল্পী,
কবি,
মানবাধিকারকর্মী,
ধর্মগুরু,
রাজনিতিবিদ,
দার্শনিক,
'সমান সমান' চিহ্ন নিয়ে-
যখনই কেউ আঁকতে চেয়েছে নতুন ছবি,
সবার রঙতুলিই নিয়ে যায়-
১ এর দলের লোকেরা ছোবল দিয়ে।
অথবা লোভ দেখিয়ে ১ এর দলে ভিড়িয়ে ফেলে।
অথবা ভালোবেসে বানিয়ে নেয় ১ এর দলেরই লোক!


৯৯ এর দল চেয়ে চেয়ে দেখে সুখ।
১ এর দলই উপভোগ করে, নামে-বেনামে!
চিত্রটির রূপ-রঙ-ঢঙ আজও পাল্টাতে পারেনি কেউ,
চিত্রটিঃ মজলুম জনতার।