শহুরে নদীতে অসহায় মানুষ সাঁতরে চলে যানবাহনে!
এমন দিনের কষ্টগুলো যার বোঝার সে বোঝে না,
যার দেখার সেও দেখে না,
লেখা থাকে তা  শুধু জীবন পাতার সাতকাহনে!


জলাবদ্ধতার মাঝে বদ্ধ কি থাকা যায়-
কোন বাধা মানে না গরীবের পেটের দায়!
ছুটতেই হবে কর্ম-কাজে নিথুয়া পাথারে
ঊচুতলার মানুষেরা হয়তো বলবে- আহা রে!
এতটুকুই বা কম কোথায়?
যুগের পর যুগ যায়-
নিচুতলার মানুষ নিচুই থাকে হায়!
তাতে কার কি আসে যায়!


উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমরা নির্লিপ্ত থাকতে পারি।
অন্য মানুষের দুঃখ কষ্টে অনুভুতিহীন থাকতেও বেশ শিখেছি।
স্বার্থের অর্থনীতি এখানে মানবতাকে মারে ভ্রুকুটি এই সময়ে।
উত্তরাধুনিক জীবনে বাধ্য হয়েই আমজনতা বলে- এই বেশ ভালো আছি!