অনুরোধ করি, শোন হে বিশ্ববাসী আমার আজকের আহবান
সবাই মিলে এসো গাই সমস্বরে এক ভিন্নতর ' জলের গান ' ।
সুপেয় পানিই জীবন এ কথা সবারই আছে জানা
সে অধিকারেও পড়ছে আজ বিশ্বজুড়ে দানবের হানা ।
দিনে দিনে বাড়ছে বিশ্বের প্রান্তরে প্রান্তরে নদ-নদীতে বাঁধ
মানবের কারনে মানব মারার তৈরী হচ্ছে নতুন নতুন ফাঁদ ।
আমি বলি প্রকৃতির দেয়া এই দানে আছে সবার অধিকার
সুপেয় পানির সংকট সৃষ্টি স্পষ্টত লংঘিত মানবাধিকার ।
জাতিসংঘের আছে হুশিয়ারী তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে জলের কারনে
দরিদ্রতার চেয়েও মহামারী হবে তা - সকল সচেতন চিত্তই জানে ।
জাগ্রত হও বিশ্ববিবেক, এখনই আনো একই সুর সবার কন্ঠস্বরে
যে দেশেই হোক, যে নদীরই হোক - ' সব জল সকলের তরে '।
সার্বজনীন পানি বন্টন নীতি হোক রাজনীতি অর্থনীতির ঊর্ধ্বে
জল যেন না হয় ' তেল ' কিংবা কোন বাণিজ‌্যিক পণ্য ভবিতব্যে ।
পানি মজুদকারীদের লোভ থেকে মুক্ত থাকুক কোটি মানুষের প্রাণ
এই হোক আজকের ব্রত - এই মোদের ভিন্নতর ' জলের গান ' ।