বুঝেছি আমি, তোমার জলরঙ মন,
তোমাকে পড়তে চাওয়া - তাই অসম্ভব আয়েজন!
পাতায় পাতায় রহস্য - কখনো মোনালিসার হাসি, কখনো বিরক্তিতে কুঁচকানো ভুরু!
কখনো আমার বুকে আবাস গড়ার তীব্র বাসনা তোমার, কখনো আবার দেখি উড়ু উড়ু!
প্রেম-বিরহের পাঠ উদ্ধার বোধহয়- পাতাল খুড়ে পুরোনো সভ্যতা বের করার চেয়েও কঠিন ভীষণ,
বুঝেছি আমি, তোমার জলরঙ মন!
রহস্যময়তা নারীর ভুষণ ! চোখ বলে এক, ঠোট বলে আরেক! অঙ্গে অঙ্গে ভিন্ন ভিন্ন রূপ!
তবুও পুরুষমন নাঁচে অঙ্গিকুন্ডের পাশে ভালোবাসার আশায় - আমিও যুদ্ধ করি উদ্ধারে তোমার স্বরূপ!
তুমি থাকো, নিজে রাখো রহস্যেই ঘেরা - আমিও হই নাছোড় বান্ধা - চিন্তাশীল পাঠক সর্বক্ষণ ।
যদিও জানি আমি, ক্ষণে ক্ষণে বাদলায় আকাশের রঙ, বদলায় ঋতুর ঢঙ, পানি- পানির পাত্রে, গানের সুর -কন্ঠে কন্ঠে : এমনই বদলায় রহস্যময়ীর জলরঙ মন!


তবুও চায় মন মনের পাঠ - শুধু তোমাকে নিয়ে কাটুক সময় -
জমুক রহস্যের মাঠ, তুমুল বাধা বিপত্তির হোক আমার পথঘাট!