একটু সুযোগ পেলেই এখন-
নামছে মাঠে, খেলছে সবাই, ইচ্ছেমতন!
অপরকে ভেবে ফুটবল যেন-
মারছে লাথি, করছে যতো- কায়দাকারণ!
স্বার্থ চিন্তাই মূখ্য ভীষণ-
নিয়মনীতির নেই বালাই, যাচ্ছেতাই, যাচ্ছেতাই!
যেনতেন করে জিততেই হবে -
হয় হোক অন্যের ক্ষতি- চিন্তা নাই, চিন্তা নাই!
বিবেক,বুদ্ধি, রেফারী বিহীন-
মাঠ সাজানো চমৎকার- জোর যার জয়ও তার!
বিশ্বজুড়েই চলছে খেলা নিশিদিন-
বাজছে বারোটা মানবতার- নেই কোন তার প্রতিকার!
চোখ থেকেও অন্ধ হয়ে-
সবাই যেন সাজছে ভাঁড়- দেখছে খেলা মজাদার!
প্রতিবাদে কেউ রা করেনা-
উল্টো তোষামোদে করে চিৎকার- জয়তু ফাউল ফুটবলার!
জয়তু ফাউল ফুটবলার!!
আহা, জয়তু ফাউল ফুটবলার!!!