ইতিহাস বলে-
কবি না থাকলে রাজসভা কি করে চলে?
চলে না ! শুরু থেকে সভ্যতার বিকাশে-
কবিগনের ভুমিকা ধনাত্মক প্রকাশে ।
অন্দরমহল থেকে রাজসভা পর্যন্ত-
কবিদের বিচরন থাকতে হয় আপোষহীন পদযাত্রায় ।
                       থাকতে হয় মানবিক চেতনার মশাল হাতে ।
থাকতে হয় জাগ্রত জনতার কল্যাণে কবিতার খাতায়-
                    নিয়ত শুভ সূর্যোদয়ের প্রয়াসে নব নব প্রাতে ।
রাজনীতি কবিতার অংশ বটে-
তবে, কেবলই, কেবলই তা মানবাধিকার রক্ষার সংগ্রামী তটে ।
সবার জন্য সমতল পৃথিবী নিশ্চিত করার বার্তা হবে কবিতার খাতা-
কবিকেও হতে হবে নেতা: আম জনতার নেতা ।