সশব্দে অথবা নিঃশব্দে-
পেটে যখন ক্ষুধার্ত বাঘ করে ঘোরাফেরা,
ভালোবাসা তখন হরিণীর মতো দেয় ভোঁদৌড়!
সংকট উভয়, ধরা পরলে শেষ।
ধরা না-পরলে প্রেম নিরুদ্দেশ!
সংসার চলে-
নারী-পুরুষ প্রেমহীন,
সামাজিক সমঝোতা রক্ষার্থে লোকজ বসবাস!
বাস্তুতন্ত্র রক্ষায়-
ভাবনগরঃ ম্যানগ্রোভ বন,
জোয়ার-ভাটার নিত্য খেলায়-
বাড়ে-কমে ক্ষেত্রফল!