অতীত থেকে সমসাময়িক, এমনকি ভবিষ্যত গতিবিধিও নজরে রাখেন কবি!
কবিতা সে তো এক নজরঘাটি ।
ব‌্যক্তি, সমাজ, রাষ্ট্র, বিশ্বসহ তাবত বিষয় পর্যবেক্ষণ করে,
এ পর্যবেক্ষণ কর্মযজ্ঞ সেও খাটি ।
দুর্বৃত্তায়নের দখলে যদি এ নজরঘাটি হাতছাড়া হয় কবিদের-
এক কথায় বলা যায়- সব হবে মাটি! সব হবে মাটি!! সব হবে মাটি!!!
অতএব যেকোন মূল্যে-
হে কবি, দখলে রাখো তোমার কবিতার নজরঘাটি ।