কবিতার খাতায় আজ অক্ষরগুলি নির্বাক
শব্দ চয়নের তেলেসমাতি অসম্ভব দক্ষতার পরিচায়ক
বটেইতো আজকালকার কবিরাও যে চালাক !!!
তাইতো সমাজের অসংগতি ধরা পড়েনা আজ কলমের জালে
আর্থিক বৈষম্য নিয়ে তেমন কবিতা দেখিনা এ আধুনিক কালে
আচারের কুসংস্কার দিব্যি থেকে যায় চোখের অগোচরে -কি অবাক !


কবিতার খাতায় আজ অক্ষরগুলি নির্বাক
মজলুম জনতার কন্ঠসরের ধ্বনি সেথায় প্রতিধ্বনিত হয় কমই আজ
প্রভাবশালীর অবৈধ অহংকারের কাছে কবিতাদের দেখি দুর্বল হাঁক !
তাইতো মানবতার কথা বলতে বহু হিসেব কষাকষি চলে
ভুলে সরল পথ -পথিক তারা আজ  নানান মতের ভ্রান্ত দলে
এভাবে কতোদিন আর চলবে কবি? ভাঙবে না কি কানাগলির বাঁক ?


আমি চাই, তুমিও চাও হে কবি -
শীত নিদ্রা ভেঙে যাক বিদ্রোহী কবিতার !
হোক অসির চেয়ে বড় কবিতার অক্ষর
সবাক হোক মানবতার কবির রবির কর !