যদিও শুক্লপক্ষ...
তবু আকাশ আমার কৃষ্ণকালো!
চন্দ্রবতী, ঠিক, এক পা, দু পা করে যৌবন পায়
একটু একটু করে বাড়ন্ত রূপে জ্বলে স্নিগ্ধ আলোয়
সে আলোয় আঁধার কাটে না আমার!
পৃথিবীর বন্ধুদের নিয়ে জোছনা পোহাতে না পারলে
দূর গগনের এলিয়েনদেরও মন খারাপ থাকে।
হে মানুষের পৃথিবী, আবার তুমি স্বাভাবিক হও-
আকাশগঙ্গায় আলো ছড়ানো সব গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের প্রেমে
'শুক্লপক্ষের আঁধার' মুছে যাক জীবনের জয়গানে!