একটি কালো ষাড় হেটে চলছে...
সামনে ওড়াও লাল কাপড়-
শান্ত নাকি উগ্র? পরীক্ষা হয়ে যাক!
যদি সমাজ কিংবা রাজকাহনে-
কালো মনের মানুষের হিংস্রতা বুঝতে চাও,
দ্রোহপ্রেমে লাল রঙ করো তোমার যুগল চোখ!
অথবা বজ্রমুষ্টিবদ্ধ হাতে ওড়াও লাল নিশান-
পথের সাথীকে চিনে ফেলা পরীক্ষাটি আগে হোক!
তারপর, বঞ্চিতদের অধিকার আদায়ে-
তোমার ছক আঁকো,
দূর করো কালো মনের দৌরত্ব।