আজ শরতের শেষ পূর্ণিমা তিথি, ভীষণ নিসঃসঙ্গতা মনের বাটে,
একলা আমি বসে আছি নির্জন প্রহরে- সান বাঁধানো গায়ের পুকুর ঘাটে,
লক্ষ্মী দেবী নেমে আসা জোছনায় রাত ভরা,
পুকুর জলে চলে রূপের নৃত্য খেলা- তবু কল্পনার দেবী, দেয়না সত্য হয়ে ধরা!
প্রদোষ থেকে নিশীথ অবধি, এতো ডাকলাম, এতো দিলাম পুজো-
ধনের লোভে নয়, খুঁজে বেড়াই শুধু একটি প্রশস্ত প্রেমের মন, আজো!
কোজাগরীর প্রতিক্ষণে ক্ষণে ভজি তোমায়, তবু দেখিনা পায়ের ছাপের ছবি- আসবার লক্ষণ,
দখিনে পবনে বয়না কেন- প্রেমের উত্তাল সমীরণ?
অথচ, মধু জোছনায়- পাশা খেলার সময় বয়ে যায়, সয়না দেরী এই অন্তর যে আর,
কোথায় তুমি দেবী আমার?
দুঃখজনক, এমন রাতে এমন একলা ভ্রমন!
কল্পনা ভেঙে, ভালোবেসে এ জীবনের লক্ষ্মীরূপে- এসো তুমি, রইলো সবিশেষ নিমন্ত্রণ!