বাহারি ফুলবাগানে ভ্রমণকাহিনীর মুখরোচক গল্পে-
দেখেই 'তেঁতুল' লোভে জিভে আসতে নেই জল!
আত্মনিয়ন্ত্রণে পুরুষ, মহাপুরুষ।
'লজ্জা' বিশেষ্যে লিঙ্গান্তরে
একতরফা নারীর উপরে চাপিয়ে দেবার চেষ্টা-
নির্ঘাত ভুল। অসম আচরণ।
সাম্যের গানে- লজ্জাবতীরা মাথা উঁচু করে বাঁচুক,
যখন তখন ছুঁয়ে তাকে চুপসে দিতে নেই!
পরিশীলিত চিন্তায় 'লজ্জা' ভ্রমরেরও থাকুক।


শুধু ফুলের নয়,
ভ্রমরের অভিধানেও লজ্জা থাকে, থাকতে হয়।