তুমি সচ্ছল, তুমি সক্ষম
অথচ তোমার বৃদ্ধ মা অথবা বাবা
যদি করে ভিক্ষা ক্ষুধার তাড়নায়
ধিক, তোমায় শত ধিক ।
তোমার বৃদ্ধকালে- তোমার সন্তান
যদি একই পথ করে অনুসরণ
তোমার এমন আচরন দেখে হায়
উচিত শিক্ষা পাবেই তুমি - ঠিক ।


জানো কি, এই পৃথিবীতে যে সন্তান তার-
মা-বাবাকে করেনা যথাযথ সম্মান
দুনিয়া ও আখিরাতে পাবে সে -
সকরুণ ও অপমানজনক প্রতিদান ।


দোজাহানে যদি চাও সুন্দর জীবন
মা-বাবা'র সন্তুস্টি করো অর্জন ।
তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন তোমার রব
দুই ভুবনে তোমার সুখপাখি করবে কলরব ।