তুমি যৌবনা
যৌবনাদীপ্ত এক বনফুল
মাদকতা পরিপূর্ণ
মধু সঞ্চিতা ।
তুমি উজ্জ্বলতম
লক্ষ কোটি ফুলের মাঝে
স্বীয় মহিমায় উদ্ভাসিত
চির ভাস্বর ।
তুমি শিশিরস্নাত
তীব্র সুবাসিত
সমৃদ্ধ পাপড়িধারী
এ মধুবনে ।
আমি মাধুকরী
প্রেমাবেগে আপ্লুত
আমি তোমাতে
স্থাপন করি আমাকে
সমৃদ্ধ করি নিজেকে
তোমার স্বর্গসুধায় বারবার ।
আমি গুঞ্জণ করি
নৃত্য করি তোমার বুকে
দেহ দোলাই তোমার ।
তুমি আমোদিত হও
উৎসর্গ করো নিজেকে
বাঁধ মোরে প্রেমের ডোরে
ফিরে ফিরে আসি তাই
মাধুকরী এ আমি
মধুবনে বারবার ।