মাগো তোর মুখ না দেখলে
দুঃখে পরান যায়,
দিন যায় চলে, রাত যায় চলে
শুধু কষ্ট-বেদনায় ।


জীবন যুদ্ধে নেমে আজ-
থাকি দূর প্রবাসে,
মিছে সুখ খুজে বেড়াই-
সে কি আর আসে?
তোর ছাড়া মাগো আমার
শান্তি নাই দুনিয়ায় ।।


আঁচল ধরে পিছে পিছে-
ছেলে বেলার মতন,
তোর কোলে মা লুকাতে চায়
অসহায় এই মন !
মুখোশ পড়া ভালো থাকার-
এ বিদেশ ভীষণ দায় ।।


উৎসর্গঃ প্রবাসী ভাই-বোনদের ।